ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ২৯ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, জুন ৯, ২০২৪
বগুড়ায় ২৯ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়া: জেলার কাহালু উপজেলায় ২৯ মামলার আসামি ব্রাজিল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

শনিবার (৮ জুন) রাত ১১টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্রাজিল বগুড়া সদর উপজেলার গোদারপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। তবে তিনি পোড়াপাড়া এলাকাতেও বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একাধিক মামলার আসামি ব্রাজিলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার শরীরে পা থেকে মাথা পর্যন্ত কোপানোর দাগ রয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড এবং কারা ঘটিয়েছে তা এখনও জানতে করেনি পুলিশ। পুলিশের তথ্যানুযায়ী ব্রাজিলের নামে বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, সন্ত্রাসী, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা আইন, চাঁদাবাজি, এবং এসিড নিক্ষেপসহ প্রায় ২৯টি মামলা রয়েছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তসহ আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, জুন ০৯, ২০২৪
কেইউএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।