ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ দুই মিয়ানমারের নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মে ৩১, ২০২৪
টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথসহ দুই মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজার: জেলার টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালিয়া পাড়ায় অভিযান চালিয়ে ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ মিয়ানমারের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) সকালে টেকনাফ ২ বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটকরা হলেন- মো. আলম (১৯) ও মো. আয়াছ (২১)। তারা দুইজনই মিয়ানমারের মংডু জেলার বাসিন্দা।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি দল মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালিয়া পাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় শাহপরীরদ্বীপ থেকে হাজমপাড়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনের সিটে বসা দুইজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাদের কাছ থেকে ৩ কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।

আটকদের কাছ থেকে পাওয়া ক্রিস্টাল মেথ আইসসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মে ৩১, ২০২৪
এসবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।