ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আম কুড়াতে গিয়ে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মে ২৭, ২০২৪
আম কুড়াতে গিয়ে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ: ভালুকায় আম কুড়াতে গিয়ে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোয়াইল গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতরা হলো- সোয়াইল উত্তর পাড়া গ্রামের বিল্লাল হোসনের ছেলে জুনায়েদ (১২) ও প্রবাসী রুপচাঁন মিয়া মেয়ে তাহমিনা (১০)।

জুনায়েদ স্থানীয় বনকুয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি ও তাহমিনা নিঝুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, বৃষ্টির মধ‍্যে আম কুড়াতে গিয়েছিল জুনায়েদ ও তাহমিনা। তারা গর্তে পড়ে যায়। এতে তাদের মৃত্যু হয়। অপমৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. ওমর ফারুক জানান, জুনায়েদ ও তাহমিনা গর্তের পানিতে পড়ে তলিয়ে গেলে অপর এক শিশু বাড়িতে গিয়ে ঘটনাটি তাদের পরিবারকে জানায়। পরে লোকজন এসে তাদের পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এমজে

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।