ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিখোঁজ বাবুর্চির মরদেহ মিলল রাজস্থলীর সীমান্ত সড়কে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মে ২৩, ২০২৪
নিখোঁজ বাবুর্চির মরদেহ মিলল রাজস্থলীর সীমান্ত সড়কে ফাইল ছবি

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়ক থেকে মো. হেলাল উদ্দিন নামে এক বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি তিনদিন ধরে নিখোঁজ ছিলেন।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, হেলাল রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কের শ্রমিক মাঝি ফারুকের বাবুর্চি হিসেবে কাজ করতেন। তিনি হঠাৎ অসুস্থ হলে সেখান থেকে ২০ মে রাজস্থলী উপজেলা সদরের উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তার খোঁজ না পেয়ে স্বজনরা ২২ মে রাজস্থলী থানায় সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ বৃহস্পতিবার রাজস্থলী সীমান্ত সড়কের মিতিঙ্গ্যাছড়ি এলাকায় হেলালের মরদেহ পায়।  

মৃত হেলালের বাড়ি লংগদু উপজেলার কালুপাকুজ্জ্যা ইউনিয়নের ইসলামপুর এলাকায়।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এরপর মৃত্যুর রহস্য উদঘাটন করা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মে ২৩, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।