ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে সাড়ে ২১ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
চাঁদপুরে সাড়ে ২১ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকা থেকে ৮৫০ কেজি (২১.৫মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) মধ্য রাতে ঘাটে অভিযান চালিয়ে খুলনা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ককসিটে থাকা এসব জেলিযুক্ত চিংড়ি জব্দ করে সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ মধ্যরাতে হরিণা ফেরিঘাট থেকে এসব জেলিযুক্ত চিংড়ি জব্দ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আনা হয়। দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের উপস্থিতিতে এসব চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশেক এস সাত্তার, চাঁদপুর সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্টগার্ড সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮০১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।