ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে শ্রমিক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে জুবায়েল হোসেন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে বড় শিমুল পঞ্চসোনা এলাকায় নির্মাণাধীন বেসরকারি ইকোনমিক জোনের ভেতরে এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ৪ ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে আটকে পড়া শ্রমিক জুবায়েলকে উদ্ধার করে। জুবায়েল সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার বাসিন্দা।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আতাউর রহমান বলেন, ইকোনমিক জোনের ভেতরে নির্মাণাধীন সেতুর গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় গার্ডারটি ধসে পড়ে। এসময় এর নিচে জুবায়েল নামে ওই শ্রমিক চাপা পড়েন। সেখানে আরও দুই শ্রমিক কাজ করছিলেন, তারাও আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস সদস্যরা। ৪ ঘণ্টা ধরে বালু সরিয়ে আটকে পড়া শ্রমিক জুবায়েলকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, জুবায়েলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সিরাজগঞ্জ ইকোনমিক জোনের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন বলেন, যমুনা নদীর ক্যানেলে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে ২০৩ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ চলা অবস্থায় ক্রেন দিয়ে সেতুর গার্ডার সরানোর সময় এ দুর্ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।