ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরকলে জ্বর-রক্তবমি-পেটব্যথায় আক্রান্তরা পাচ্ছেন চিকিৎসা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
বরকলে জ্বর-রক্তবমি-পেটব্যথায় আক্রান্তরা পাচ্ছেন চিকিৎসা

রাঙামাটি: রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ঠেগা চান্দবী ঘাট গ্রামে সাত সদস্যের মেডিকেল টিম জ্বর, রক্তবমি ও পেটব্যথায় আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন।

শুক্রবার (২২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন নীহার রঞ্জন নন্দী।

সিভিল সার্জন বলেন, বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে বরকল উপজেলার বরকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মং ক্যছিং সাগরের নের্তৃত্বে সাত সদস্যর একটি দল তিন ভাগে বিভক্ত হয়ে আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দেন।

সিভিল সার্জন আরও বলেন, যারা চিকিৎসা দিচ্ছেন, তাদের কথা শুনে বুঝতে পারছি ভুক্তভোগীরা সবাই গ্যাস্ট্রো এন্টেরোলজি রোগে আক্রান্ত হয়েছেন। যেহেতু বমি হচ্ছে, তাই বলা যাচ্ছে এটি খাদ্যাভ্যাসের কারণে হয়ে থাকতে পারে।

এর আগে গত জানুয়ারি থেকে মার্চের ১৭ তারিখ পর্যন্ত জ্বর, রক্তবমি ও পেটব্যথায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।