ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ২৭ কেজি গাঁজাসহ দম্পতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
পঞ্চগড়ে ২৭ কেজি গাঁজাসহ দম্পতি আটক

পঞ্চগড়: পঞ্চগড়ে ২৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ মার্চ) বিকেলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

আটকরা হলেন- ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার লাউথুতি গ্রামের মোজাম্মেল হক (৪৫) ও তার স্ত্রী রওশন আরা বেগম (৪০)।

পুলিশ জানান, ২৭ কেজি গাঁজার বস্তা নিয়ে একটি নৈশ কোচে পঞ্চগড়ের বোর্ড অফিস এলাকার এক মাদককারবারির কাছে বিক্রির জন্য নিয়ে আসছিলেন দুই ব্যক্তি। এমন গোপন খবর পেয়ে পুলিশ ওই নৈশ কোচের জন্য পুরাতন পঞ্চগড় সড়কের পাশে ওৎ পেতে থাকেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে কোচ আসার সঙ্গে সঙ্গে করতোয়া ফিলিং স্টেশনের সামনে গাড়িটি আটকিয়ে চালক ও হেলপারের সহযোগিতায় ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য অনুযায়ী দুটি বস্তা থেকে ২৭ কেজি গাঁজা পাওয়া হয়। পরে গাঁজাসহ ওই দম্পতিকে আটক করে থানায় নেওয়া হয়ে।  

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, এ ঘটনায় জড়িত পঞ্চগড়ের মাদককারবারিসহ স্বামী-স্ত্রীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।