ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় পানের বরজে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
কুষ্টিয়ায় পানের বরজে আগুন ফাইল ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের চরপাড়া এলাকায় পানের বরজে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের পাশাপাশি কাজ করছে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ক্ষতিগ্রস্ত পান চাষি হাফিজ জানান, দুপুর ২টার দিকে পানের বরজে আগুন লাগে। একের পর এক পান বরজে আগুন বিস্তার করে সব পুড়িয়ে ছাই করে দিয়েছে। ইতোমধ্যে প্রায় ২০০ বিঘার মতো পানের বরজ পুড়ে গেছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কাজ করছে আগুন নেভাতে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কুষ্টিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।