ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবচরে ৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
শিবচরে ৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

মাদারীপুর: জেলার শিবচরে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে শিবচর পৌরসভা এলাকায় অবস্থিত এ সব প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিল অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয় ও শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগ।  

জানা গেছে, শিবচরের বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করে জেলা অধিদপ্তর ও শিবচর স্বাস্থ্য বিভাগ। এ সময় সি-ক্যাটাগরিতে এক্স-রে মেশিন স্থাপন, পরীক্ষার কাজে ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ রিয়াজেন ব্যবহার, লাইলেন্স নবায়ন না করাসহ নানা অনিয়মের কারণে মা ও শিশু প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, শিবচর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের ১৫ হাজার টাকা এবং শিবচর ইউনাইটেড হাসপাতালকে ৫০ জরিমানা করা হয়।  

অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছি। অনিয়ম থাকায় তিনটি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের সঙ্গে শিবচর উপজেলা স্বাস্থ্য কমকর্তা ছিলেন। জরিমানার পাশাপাশি আমরা ক্লিনিকগুলোকে সচেতন করে দিয়েছি। আমাদের অভিযান চলমান থাকবে।  

অভিযানে শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিনা আক্তার, শিবচর থানা পুলিশসহ অন্যরা উপস্থিত ছিলেন।  

এ সময় একটি ডায়াগনস্টিক সেন্টারে সি-ক্যাটাগরিতে এক্স-রে মেশিন স্থাপন করায় ওই এক্সরে রুম সিলগালা করা হয় বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।