ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
সিরাজগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ: জেলার কামারখন্দে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে তানভীর হাসান নামে এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঝাটিবেলাই ফুলজোড় নদী এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত তানভীর হাসান সিরাজগঞ্জ সদর উপজেলার রহমতগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুন বাংলানিউজকে বলেন, ওই ব্যক্তি বাংলা ড্রেজার দিয়ে বালু তুলছিলেন, যেটি নিয়মে নেই। এ জন্য বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে তানভীর হাসানকে ১ লাখ টাকা জরিমানার পরে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।