ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুলশানে ২০ রেস্টুরেন্টে অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
গুলশানে ২০ রেস্টুরেন্টে অভিযান

ঢাকা: রাজধানীর গুলশানে বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে পুলিশ। প্রায় ২০টি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।

রোববার (২ মার্চ) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যা ছয়টা থেকে রাত ৮টা পর্যন্ত গুলশানে এলাকায় আনুমানিক ২০ হোটেলে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের মূল লক্ষ্য ছিল রেস্টুরেন্টগুলোতে কোন অগ্নিকাণ্ডসহ অন্য কোন দুর্ঘটনা ঘটলে যাতে মানুষজন নিরাপদে বের হতে পারে এমন কোনো বিকল্প পথ আছে কিনা। যেকোনো হোটেলে কোনো ঘটনা ঘটলে লোকজন যেন দ্রুত ছাদে চলে যাওয়ার পাশাপাশি অন্য কোনো বিকল্প রাস্তা দিয়ে লোকজন দ্রুত নিরাপদে বের হতে পারে।

তিনি বলেন, আমাদের এ অভিযানে সব রেস্টুরেন্টেই নিয়ম অনুযায়ী বিকল্প রাস্তা পাওয়া গেছে। এছাড়া অভিযানের সময় হোটেলগুলোতে গ্যাস সিলিন্ডার নির্দিষ্ট নিরাপদে রাখাসহ অন্যান্য বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

একটি সুত্র থেকে জানা যায়, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নারী পুরুষ ও শিশুসহ ৪৫ জনের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা। নির্দেশনা মোতাবেক এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘন্টা, মার্চ ৩, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।