ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

৯৯০ জনের বিপরীতে হাসপাতালে বেড আছে একটি: স্বাস্থ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
৯৯০ জনের বিপরীতে হাসপাতালে বেড আছে একটি: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো মিলিয়ে মোট বেড সংখ্যা অনুযায়ী প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে ১টি বেড রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার(২৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামানের এক প্রশ্নের লিখিত উত্তরে  স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।


  
ডা. সামন্ত লাল সেন বলেন, দেশে প্রতি ৫০ জন লোকের বিপরীতে সরকারি হাসপাতালে বেডের সংখ্যা ০.০২১১। প্রতিটি সরকারি হাসপাতালে পর্যায়ক্রমে বেড সংখ্যা বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে।  

উল্লেখ্য ২০২২ সালের হেলথ বুলেটিন এর তথ্য অনুযায়ী দেশে সরকারি বেড সংখ্যা ৭১৬৬০টি এবং বেসরকারি বেড সংখ্যা ৯৯,৯৭৫টিসহ সর্বমোট ১,৭১৬৩৫টি বেড রয়েছে। উক্ত মোট বেড সংখ্যা অনুযায়ী প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে ১টি বেড রয়েছে।

বাংলাদেশ সময় ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
এসকে/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।