ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে আগুনে পুড়ল ৫ বসতঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
রাঙামাটিতে আগুনে পুড়ল ৫ বসতঘর

রাঙামাটি: রাঙামাটি জেলা শহরের রিজার্ভমুখ এলাকায় বসতবাড়িতে আগুন লেগে পাঁচটি কাঁচা-পাকা ঘর পুড়ে গেছে।  

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রিজার্ভমুখ এলাকার স্থানীয় বাসিন্দা সেন্টুর ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিক ছড়িয়ে পড়লে পাঁচটি কাঁচা-পাকা বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রাঙামাটি অঞ্চলের সহকারী পরিচালক মো. দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।