ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অটোরিকশায় গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে অপারেটর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
অটোরিকশায় গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে অপারেটর নিহত

ফেনী: ফেনীর দেবীপুরে একটি ফিলিং স্টেশনে সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ওই স্টেশনের অপারেটর সাইদুল ইসলাম রনি (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজিচালক জাহিদ আলম (২৭)।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইম ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

আহত জাহিদ আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রনির মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

সাইদুল ইসলাম রনি ফেনীর ছাগলনাইয়ার দক্ষিণ আধাঁর মানিক গ্রামের নূর ইসলামের ছেলে। জাহিদুল আলম সোনাগাজীর নবাবপুরের কবির আহাম্মদের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দুই মাস আগেই রনি বিয়ের পিঁড়িতে বসেন। তার আকস্মিক মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়েছে পরিবার।    

ফিলিং স্টেশনের ব্যবস্থাপক কুদরত উল্লাহ বাবু বলেন, এটি একটি দুর্ঘটনা। আমাদের কোনো ভুলের কারণে এটি হয়নি। দুর্ঘটনাকবলিত সিএনজিটিও নতুন। এটি এখনো অন টেস্ট। এটির জন্য গাড়ি কর্তৃপক্ষ দায়ী।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, নিহত রনির মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
এসএইচডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।