ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চেকপোস্টে ২ বস্তা গাঁজা ফেলে পালালেন মাদককারবারিরা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
চেকপোস্টে ২ বস্তা গাঁজা ফেলে পালালেন মাদককারবারিরা 

বাগেরহাট: পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেলসহ দুই বস্তা গাঁজা ফেলে পালিয়েছেন দুই মাদককারবারি।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাগেরহাট–খুলনা মহাসড়কের দশানী এলাকায় ট্রাফিক পুলিশের বক্সের সামনে এই ঘটনা ঘটে।

 

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দশানী পুলিশ চেকপোস্টে সন্দেহজনক এক মোটরসাইকেলচালককে থামার জন্য নির্দেশ দেওয়া হয়। তখন চালক ও আরোহী মোটরসাইকেলটি এবং তাদের সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। দুটি বস্তায় থাকা ৮টি প্যাকেটে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়। পালিয়ে যাওয়াদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।  

মোটরসাইকেলের নিবন্ধন রয়েছে এবং সেই সূত্র ধরে তদন্ত করা হবে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ