ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শপিং মলের পার্কিংয়ে গাড়িতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
শপিং মলের পার্কিংয়ে গাড়িতে আগুন

বরিশাল: বরিশালে একটি অভিজাত শপিংমলের পার্কিং-এ থাকা একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে নগরীর সদর রোডে ফাতেমা সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে এই ঘটনা ঘটে।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো সেলিম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। সেখানে একটি সাদা রঙের প্রাইভেটকারে আগুন দেখতে পান। কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।  

তবে আগুনের সূত্রপাত এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি তা তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো ফজলুল করিম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করেছেন। তবে আগুন কীভাবে লেগেছে, না কি কেউ লাগিয়েছে তা তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
এমএস/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।