ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

আলুক্ষেতে মিলল ৩ ওয়ান শ্যুটার গান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
আলুক্ষেতে মিলল ৩ ওয়ান শ্যুটার গান 

নওগাঁ: নওগাঁয় আলুক্ষেত থেকে তিনটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা-শ্যামপুর রাস্তার পামের একটি আলুক্ষেত থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক ও অস্ত্র সরবরাহ তথ্য পেয়ে রাতে বক্তারপুর এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। অভিযানে একটি আলুক্ষেতে পরিত্যক্ত অবস্থায় তিনটি ওয়ান শ্যুটার গান পাওয়া যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আগ্নেয়াস্ত্রগুলো নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।