ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
নগরকান্দায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

ফরিদপুর: ফরিদপুরে নগরকান্দা উপজেলার তালমার মানিকনগর এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ছয় যাত্রী আহত হয়েছেন।  

বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দীঘনগর এলাকার সম্রাট কাজী (৪০), একই উপজেলার চরপদ্মা এলাকার কাবুল মোল্লা (৪২), ফরিদপুর সদরের আলীয়াবাদ এলাকার  শেখ উজ্জ্বল (৩৮) ও মুন্সিগঞ্জের জিবসরা এলাকার গোলাপী বেগম (৫০)। তবে আহত অপর দুজনের নাম-পরিচয় জানা যায়নি।  

এসআই আব্দুর রহমান জানান, ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তালমা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা মাদারীপুরগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে দুপাশে আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।