ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে গরম দুধে ঝলসে দিলেন যুবক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
পাওনা টাকা চাওয়ায় দোকানিকে গরম দুধে ঝলসে দিলেন যুবক  দোকানি বাবু

মেহেরপুর: পাওনা টাকা চাওয়ায় বাবু হোসেন নামে এক চা দোকানির শরীরে গরম দুধ ঢেলে ঝলসে দিয়েছেন এক যুবক।

সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বাবু হোসেন শহরের মল্লিকপাড়া এলাকার তাহের উদ্দিনের ছেলে।

বাবুকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাবু হোসেন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া এতথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বাসস্ট্যান্ড পাড়ার নাড়ুর ছেলে সানোয়ারুল হোসেন বিভিন্ন সময় বাবুর দোকানে বাকিতে চা পান করেন। রোববার বাবু অভিযুক্ত সানোয়ারুলের কাছে তার পাওনা টাকা পরিশোধ করতে বলেন। পরদিন সোমবার সন্ধ্যার দিকে পুনরায় সানোয়ারুলের কাছে পাওনা টাকা চান বাবু। এতে  ক্ষিপ্ত হয়ে ওঠেন সানোয়ারুল। একপর্যায়ে সানোয়ারুল তার ভাই খোকনকে ডেকে নেন। পরে শুরু হয় তাদের মধ্যে বাগবিতণ্ডা। একপর্যায়ে সানোয়ারুল ও তার ভাই খোকন মিলে চা দোকানি বাবুর দোকানের চুলায় রাখা গরম দুধ তার গায়ে ঢেলে দেন। এতে চা দোকানি বাবুর শরীর ঝলসে যায়।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। ঘটনার পরপরই সানোয়ারুল ও তার ভাই খোকন পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।