ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
চাঁদপুরে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুর জেলা শহরের জোড়পুকুরপাড় ও পালবাজার এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এ জরিমানা করেন।

সহকারী পরিচালক নুর হোসেন বলেন, আমদানিকারকের লেভেল ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ছাড়া অবৈধ কসমেটিকস রাখা ও বিক্রির দায়ে জোড়পুকুরপাড় এলাকার মালঞ্চ স্টোরকে ১৫ হাজার, সপ্তডিঙ্গা স্টোরকে ১৫ হাজার; অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে জিলাপি তৈরি, প্রদর্শন ও সংরক্ষণের দায়ে পালবাজারে মানিকের জিলাপির দোকানকে ১০ হাজার, ঘোষ কেবিনকে ১০ হাজার, ঘোষের দোকানকে ১০ হাজার, মা সুইটসকে ১০ হাজার, বাসুদেব ঘোষকে ১০ হাজারসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে চাঁদপুর পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক ও জেলা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করেন। ভোক্তার অধিকার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।