ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনা শুধু দলের নন, দেশের সম্পদ: শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
শেখ হাসিনা শুধু দলের নন, দেশের সম্পদ: শামীম ওসমান একেএম শামীম ওসমান (ফাইল ছবি)

নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন শুধু দলের নন, দেশের সম্পদ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যায় জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) কার্যালয়ে বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

শামীম ওসমান বলেন, শেখ হাসিনা মানে এক উন্নতির নাম। শেখ হাসিনা মানে এক মানবতার নাম। শেখ হাসিনা মানে মাথা উঁচু করে দাঁড়ানো শেখানো নাম। শেখ হাসিনা মানে বিশ্বকে বৃদ্ধা আঙুল দেখিয়ে বলবে আমরা এগিয়ে যাচ্ছি। মৃত্যুকে ভয় না করার নাম হচ্ছে শেখ হাসিনা। পিতা-মাতা, ভাই-বোন সব হারিয়ে মানুষের বুকে নিজের পরিবারকে খুঁজে পাওয়ার নাম হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা শুধু সাংবাদিকদের জন্য নয়, সব শ্রেণির মানুষের জন্যই কোনো না কোনো উন্নয়নের দিক নিদর্শন হয়ে গেছেন। এমন কোনো মানুষ নেই যে, কোনো না কোনো ভাবে শেখ হাসিনা থেকে উপকৃত হয়নি।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এমআরপি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।