ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে রেললাইনের ক্লিপ খোলার সময় যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
জামালপুরে রেললাইনের ক্লিপ খোলার সময় যুবক আটক

জামালপুর: জামালপুর সদর উপজেলার নান্দিনায় রেললাইনের ক্লিপ খুলে নেওয়ার সময় হাতেনাতে শাকিল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে আনসার বাহিনীর সদস্যরা।  

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে নান্দিনা রেলওয়ে স্টেশনের অপারেশন সুরক্ষিত যাতায়াত এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক শাকিল জেলা সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে বাঁদেচান্দি এলাকার মুনতাজ আলীর ছেলে।  

পুলিশ জানায়, শাকিল ঢাকা-জামালপুর রেলপথে দুপুরে নান্দিনা রেলওয়ে স্টেশনের অপারেশন সুরক্ষিত যাতায়াত এলাকা থেকে রেললাইনের ক্লিপ খুলে স্লিপার উপরে ফেলা অবস্থায় শাকিলকে আটক করে রেলের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা। পরে তাকে জামালপুর রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে একটি চুরির মামলা দায়ের প্রক্রিয়াধীন। ঘটনাটির উদ্দেশ্য জানতে ও তার সহযোগীদের নাম জানার জন্য রিমান্ড চাওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।