ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে হকারদের কম্বল দিল বসুন্ধরা গ্রুপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
ময়মনসিংহে হকারদের কম্বল দিল বসুন্ধরা গ্রুপ

ময়মনসিংহ: ময়মনসিংহে দেড় শতাধিক পত্রিকার হকারের মধ্যে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। শীত নিবারণে কম্বল পেয়ে উচ্ছ্বসিত হকাররা বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে নগরীর স্টেশন মোড় বুক সেন্টারের সামনে এই কম্বল বিতরণ করা হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, বুক সেন্টারের পরিচালক নাইমুল ইসলাম রিশাদ, শাহিনুর ইসলাম সোহাগ, রফিকুল ইসলাম রাজু, হকার কল্যাণ ফান্ডের সভাপতি রিপন ও নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নজরুল ইসলাম প্রমুখ।  

এদিকে এদিন শীতার্তদের মধ‍্যে ২৭০টি কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। এতে জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।