ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নাটোর: নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় সাখাওয়াত হোসেন নামে এক প্যাডেল ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।

 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত সাখাওয়াত সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের হারুন মণ্ডলের ছেলে।  

আহতরা হলেন- একই এলাকার আব্দুল মান্নানের ছেলে ইয়াসিন আলী ও আব্দুর সিদ্দিক আলীর ছেলে শাহ জালাল।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রাম থেকে ভ্যানযোগে সাখাওয়াতসহ তিন-চারজন সিংড়ায় যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে বগুড়াগামী দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ভ্যান যাত্রীরা ছিটকে সড়কের পাশে পড়ে যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াতকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। সাখাওয়াতের মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে  হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।