ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

প্রাথমিকে দ্বিতীয় ধাপে নিয়োগ পরীক্ষা ২ ফেব্রুয়ারি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
প্রাথমিকে দ্বিতীয় ধাপে নিয়োগ পরীক্ষা ২ ফেব্রুয়ারি ফাইল ছবি

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ ফেব্রুয়ারি (শুক্রবার)। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ তারিখ নির্ধারণ করেছে।

ওইদিন পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে অধিদপ্তর থেকে তিন বিভাগের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠিও পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশনস) মনীষ চাকমা এ তথ্য জানান।

দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে পরীক্ষা হবে। এ তিন বিভাগ থেকে চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন।

গত ৮ ডিসেম্বর প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ধাপে আবেদন করেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ৯ হাজার ৩৩৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
এমআইএইচ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।