ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফ-সেন্টমার্টিন রুটে ৩ দিন জাহাজ চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
টেকনাফ-সেন্টমার্টিন রুটে ৩ দিন জাহাজ চলাচল বন্ধ

কক্সবাজার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে ৬ থেকে ৮ জানুয়ারি তিনদিন পর্যটকবাহী সব ধরনের জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এ সময় দ্বীপের হোটেল মোটেলও বন্ধ থাকবে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন।

তিনি বলেন, শুধু সেন্টমার্টিন নয়, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এ সময়ে বহিরাগতদের চলাচল বন্ধ করতে ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সব হোটেল-মোটেল গেস্ট হাউসও বন্ধ থাকবে। একইভাবে ৬, ৭ এবং ৮ ডিসেম্বর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটেও সব জাহাজ চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে সেন্টমার্টিন দ্বীপের সব হোটেল-মোটেল গেস্ট হাউসও।

টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এমভি কর্ণফুলী জাহাজের কক্সবাজারের আঞ্চলিক পরিচালক হোসাইন ইসলাম বাহাদুর জানান, নিরাপত্তা জনিত কারণে প্রতিবার নির্বাচনকালীন সময়ে জাহাজ চলাচল ও হোটেল মোটেল বন্ধ রাখা হয়।

প্রশাসনের নির্দেশনা মতে এ রুটে চলাচলকারী আটটি পর্যটকবাহী জাহাজ ওই সময় বন্ধ রাখা হবে। ৯ জানুয়ারি থেকে জাহাজ চলাচল পুনরায় শুরু হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।