ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেখ তন্ময়ের কাছে বাগেরহাটের যুবকদের ১১ প্রত্যাশা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
শেখ তন্ময়ের কাছে বাগেরহাটের যুবকদের ১১ প্রত্যাশা

বাগেরহাট: বাগেরহাট-২ (কচুয়া-সদর) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময়ের কাছে ১১ দফা দাবি সম্বলিত ইশতেহার প্রদান করেছেন যুব সংগঠনের সদস্যরা।  

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মিঠাপুকুরপাড় এলাকায় অস্থায়ী বাসভবনে শেখ তন্ময়ের হাতে ইশতেহারের কপি তুলে দেন এক্টিভিস্তা বাগেরহাট নামের একটি যুব সংগঠনের সদস্যরা।

 

এ সময় এক্টিভিস্তা বাগেরহাটের সভাপতি অর্নব মিস্ত্রি, সদস্য খাদিজা খানম, ফারিয়া খাতুন, অমিত শীল, ইশিকা দেবনাথ, তুরজাউনসহ যুবকেরা উপস্থিত ছিলেন।

তরুণ সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় যুবকদের দাবিগুলো গুরুত্বসহকারে শোনেন এবং আগামীতে এসব ইশতেহার বাস্তবায়নের আশ্বাস দেন।

যুবকদের দাবিগুলো হলো- 

১. সবার জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা। ফসলি জমিতে লবণ পানি প্রবেশের সময়সীমা নির্ধারণ করা ও স্লুইস গেট গুলো কার্যকর নিয়ন্ত্রণ করা এবং সরকারি খাল, বিল দখল মুক্ত করা।

২. পরিবেশ বান্ধব ও জৈব কৃষি কাজে যুবদের সম্পৃক্ত করে মডেল বিপণন কেন্দ্র স্থাপন এবং কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা।  

৩. জলবায়ু সহনশীল কৃষিকাজের জন্য প্রান্তিক কৃষকদের আর্থিক প্রণোদনা এবং প্রশিক্ষণ প্রদান ও  জলবায়ু ক্ষতিগ্রস্তদের জন্য জলবায়ু বীমার ব্যবস্থা করা।  

৪. বাল্যবিয়ে, সহিংসতা, নির্যাতন ও নিপীড়ন রোধে স্থানীয় দাপ্তরিক কমিটিগুলোকে কার্যকর করা এবং স্থানীয় সব কমিটিতে যুবকদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা।  

৫. ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে নিরাপদ পানি, টয়লেট এবং শিশু ও নারীদের জন্য সুরক্ষা বলয় নিশ্চিত করা।  

৬. যুবদের কর্মসংস্থান তৈরিতে কারিগরি প্রশিক্ষণ ও সহজশর্তে ঋণ প্রদান করা।  

৭. প্লাস্টিক পণ্যের অধিক উৎপাদন বন্ধ করতে ও ব্যবহার কমাতে উদ্যোগ নেওয়া।

৮. শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আধুনিক ডাম্পিং ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা।  

৯. নারী ও শিশু নির্যাতন কারীদের রাজনৈতিক আশ্রয় প্রদান বন্ধ করা এবং গণপরিবহনে নারীদের সুরক্ষায় পদক্ষেপ গ্রহণ করা।  

১০. জাতি, ধর্ম, বর্ণ এবং লিঙ্গ ভেদে প্রত্যেকের সমান অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ।

১১. নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন এবং ব্যবহার বাড়াতে পদক্ষেপ গ্রহণ করা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।