ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় রেললাইনের পাশে পড়েছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
ভাঙ্গায় রেললাইনের পাশে পড়েছিল যুবকের মরদেহ

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় রেললাইনের পাশ থেকে সজীব ঢালী (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার তারাইলে রেললাইনের পাশে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

 

সজীব ফরিদপুর সদর উপজেলার তুষার কান্দি গ্রামের হাফিজ উদ্দিন ঢালির ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, তারাইল এলাকা থেকে এক যুবক জরুরি সেবা ৯৯৯-এ কল করে রেললাইনের পাশে একটি মরদেহ দেখার বিষয়ে তথ্য দেয়। সেই সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, জরুরি সেবা থেকে সংবাদ পেয়ে আমিসহ ভাঙ্গা সার্কেলের এডিশনাল এসপি এবং পুলিশের একটি টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে তারাইল রেললাইনের পাশে থেকে সজিব নামের এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পাই। তার ব্যবহৃত ১টি মোবাইল ও পকেট থেকে আইডি কার্ড পেয়ে তার নাম ঠিকানা শনাক্ত করি। নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।