ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আ.লীগ নেতার হোটেলে পুলিশের অভিযান, ২২ তরুণ-তরুণী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
আ.লীগ নেতার হোটেলে পুলিশের অভিযান, ২২ তরুণ-তরুণী আটক

রাজশাহী: রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতার আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২২ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।  

মহানগরীর ব্যস্ততম গণকপাড়া এলাকায় থাকা ‘গ্রান্ড’ আবাসিক হোটেলে বুধবার (২০ ডিসেম্বর) রাত ১১টা থেকে ২টা পর্যন্ত অভিযান চালানো হয়।

পুলিশ বলছে, আটকদের সবাই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা গ্রান্ড হোটেলের কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কাজে লিপ্ত ছিল। আবাসিক ওই হোটেলটির মালিক আ.লীগ নেতা আবুল বাশার সুজন। তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নির্বাচনী সমন্বয়ক তিনি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন,গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার আরজিনা খাতুনের নেতৃত্বে ওই হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে পুলিশ। এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২২ জন তরুণ-তরুণী আটক করা হয়। আটককৃতদের সকলেই বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। আটকদের এখনও থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের পরিবারকেও ডাকা হয়েছে। এছাড়া হোটেল মালিককেও ডাকা হয়েছে। পরিবারের সদস্যরা এলে আলোচনা সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এসএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।