ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বক্কর গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বক্কর গ্রেপ্তার

ঢাকা: মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বক্কর শেখ ওরফে পেটকাটা বক্করকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক সিও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর কদমতলী থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বক্কর ফরিদপুর জেলার কোতয়ালী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার (নং-০৩) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বক্কর শেখ ওই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছেন। তিনি মামলা হওয়ার পর থেকেই রাজধানীর কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলেও জানা গেছে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এসজেএ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।