ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ল ৩ বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে আগুনে পুড়ল ৩ বাস

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাসস্ট্যান্ডে আগুন লেগে দাঁড়িয়ে থাকা তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।  

সোমবার (২৭ নভেম্বেবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী আল আমিন জানান, তুহিন পরিবহন নামে একটি বাসের ছাদে সকালে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন ধরে যায়। এসময় পাশে দাঁড়িয়ে থাকা আরও দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে তার আগেই তুহিন পরিবহন বাসটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় এবং বাকি দুটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়।  

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন একই ধরনের মন্তব্য করেন।  

অন্যদিকে নাটোর থেকে তুহিন পরিবহনের জেনারেল ম্যানেজার আব্দুল মজিদ দাবি করেন, তাদের একটি বাসে আগুন লেগেছে। বাসটির ছাদে মেরামতের কোনো কাজ করা হচ্ছিল কিনা, তা তিনি জানেন না।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।