ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

অনলাইনে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
অনলাইনে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার

ঢাকা: অনলাইনে কেনাকাটার একটি সাইটে প্রতারণার অভিযোগে প্রতারক দলের সদস্য রবিউল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। তবে চক্রের মূলহোতা চীনা নাগরিক লি জিয়াং পলাতক আছেন।

সম্প্রতি অ্যান্টি টেররিজমের ‘ইনফর্ম এটিইউ’ অ্যাপে এমন একটি কেনাকাটার অ্যাপসের বিরুদ্ধে অভিযোগ জানান এক ভুক্তভোগী।

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার সাতমসজিদ হাউজিং থেকে অনলাইন প্রতারণা চক্রের সদস্য রবিউল ইসলামকে গ্রেপ্তার করে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

এ সময় তার কাছ থেকে থেকে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ও বিভিন্ন অপারেটরের ১২টি সিম, পাসপোর্ট, ব্যাংক কার্ড, এনআইডিসহ ব্যাংকের চেক বই জব্দ করা হয়।

শুক্রবার (২৪ নভেম্বর) রাতে অ্যান্টি টেররিজমের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদা পারভীন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অনলাইনে কেনাকাটার একটি অ্যাপসে অ্যাকাউন্ট খুলে পণ্য কিনে অ্যাপসের স্টোরে রাখলে অধিক মুনাফা পাওয়া যাবে। ভুক্তভোগী সরল বিশ্বাসে ওই কেনাকাটা কোম্পানির কাছে সাড়ে তিন লাখ টাকার পণ্য কিনে তাদের অনলাইন স্টোরে রাখেন। পরে রবিউল ইসলাম তাদের স্টোরে পণ্য না রেখে প্রতারক চক্রের কাছে টাকা ভাগ করে দেন।

ওয়াহিদা পারভীন বলেন, প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার হলেও মূল হোতা চীনা নাগরিক লি জিয়াং পলাতক রয়েছেন। রবিউলের তথ্যের ভিত্তিতে লি জিয়াংয়ের উত্তরার বাসায় অভিযান পরিচালনা করা হলে বাসা থেকে এই চক্রের সদস্যদের প্রতারণার কাজে ব্যবহৃত ৩৫টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, চারটি ল্যাপটপ, ২৪টি সিম কার্ডসহ ইউএসবি পোর্টের হাব জব্দ করা হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন অনলাইন প্রতারণার মূলহোতা চীনা নাগরিক লি জিয়াংসহ সাত-আটজন প্রতারক পরস্পর যোগসাজশে ৭/৮ মাস ধরে এই অ্যাপ ও চাকরি দেওয়াসহ নানা প্রলোভনের মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন।

গ্রেপ্তার ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এটিইউয়ের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
পিএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।