ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রাইভেটকারের ধাক্কায় শিশুসহ ইজিবাইকের ২ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
প্রাইভেটকারের ধাক্কায় শিশুসহ ইজিবাইকের ২ যাত্রী নিহত

সিরাজগঞ্জ: উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় প্রাইভেটকারের ধাক্কায় শিশুসহ ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

 

সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যার আগে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাইমুড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট দুলাল উদ্দিন জানান, যাত্রীবাহী ইজিবাইকটি দবিরগঞ্জ থেকে সলঙ্গার দিকে যাচ্ছিল। এটি নাইমুড়ী বাজার এলাকায় পৌঁছলে হাটিকুমরুল গোলচত্বর থেকে নাটোরগামী একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা চারজন গুরুতরভাবে আহত হয়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান।  

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।