ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় টায়ার জ্বালিয়ে জামায়াতের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
বগুড়ায় টায়ার জ্বালিয়ে জামায়াতের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ

বগুড়া: বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে বগুড়ায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

 

সোমবার (২০ নভেম্বর) সকালে শহরের কানুছগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়ায় শহরের কানুছগাড়ি এলাকায় চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে জামায়াতের নেতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। জামায়াতের পক্ষ থেকে সকালে আরও একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের নামাজগড় এলাকা থেকে শুরু হয়ে নুরানি মোড়ে এসে শেষ হয়।  

বগুড়া ভারপ্রাপ্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, জামায়াতের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক ব্লক করার চেষ্টা করেছিলেন। ভীতিকর পরিস্থিতি তৈরি করতে তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছলে তারা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। নাশকতার চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
কেইউএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।