ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএনপির ডাকা হরতালে ট্রেনসহ ১৮ যানবাহনে আগুন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
বিএনপির ডাকা হরতালে ট্রেনসহ ১৮ যানবাহনে আগুন  ফাইল ফটো

ঢাকা: বিএনপির ডাকা হরতালের দ্বিতীয় দিনে ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর সকাল পর্যন্ত ১৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

সোমবার (২০ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

 

তিনি বলেন, ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর (হরতালের ২য় দিন) সকাল ৯টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা (দুর্বৃত্ত) কর্তৃক ১৬টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১৮টি যানবাহনে আগুনের ঘটনা ঘটে।  

ঢাকা সিটিতে তিনটিসহ বিভিন্ন জেলায় নয়টি বাস, একটি কাভার্ড ভ্যান, ছয়টি ট্রাক, একটি সিএনজি, একটি ট্রেনের (তিন বগি) পুড়ে যায়।  

এ আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৯ ইউনিট ও ১৪৪ জন জনবল করেছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এজেডএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।