ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

নির্বাচনের আগে স্বাধীনতাবিরোধীরা এক হয়েছে: রেলমন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
নির্বাচনের আগে স্বাধীনতাবিরোধীরা এক হয়েছে: রেলমন্ত্রী 

ঢাকা: নির্বাচন সামনে রেখে স্বাধীনতাবিরোধীরা এক হয়েছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজন।  

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সামিট ফর সোশ্যাল ডেভেলপমেন্টে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সোসাইটি এ সামিটের আয়োজন করে।  

মন্ত্রী বলেন, নির্বাচন সামনে রেখে নতুন করে বিষবৃক্ষ ডালপালা মেলেছে। যারা ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তারা সাধারণ ক্ষমার অপব্যাখ্যা দিয়ে তারা বাংলাদেশের রাজনীতিও করেছে। তারাই এখন আবার ৭ জানুয়ারির নির্বাচনকে সামনে রেখে এক হয়েছে। জনগণের ঐক্যবদ্ধ হয়ে এ বিষবৃক্ষ উপড়ে ফেলতে হবে।  

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের ঘরে ঘরে তথ্যপ্রযুক্তি পৌঁছে দিয়েছে। আমরা ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এবার আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে সামিটে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি খায়রুল হুদা চপল, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সাবেক চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন প্রমুখ।  

আয়োজক সংগঠনের সভাপতি খালেদ মোশারফ চৌধুরী রানার সমন্বয়ে সামিট সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এনবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।