ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রামুর হিরারদ্বীপ গ্রামের সমাজসেবক রাজেন্দ্র বড়ুয়া আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
রামুর হিরারদ্বীপ গ্রামের সমাজসেবক রাজেন্দ্র বড়ুয়া আর নেই রাজেন্দ্র বড়ুয়া

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও হিরারদ্বীপ শ্রদ্ধাংকুর বৌদ্ধ বিহারের সভাপতি মৃদুল বড়ুয়ার বাবা রাজেন্দ্র বড়ুয়া আর নেই।  

বুধবার (১৫ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় নিজ বাড়িতে ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে স্থানীয় শ্মশান প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

উল্লেখ্য, প্রয়াত রাজেন্দ্র বড়ুয়া হিরারদ্বীপ গ্রামের সাবেক সর্দার এবং হিরারদ্বীপ শ্রদ্ধাংকুর বৌদ্ধ বিহারের সভাপতি মৃদুল বড়ুয়ার বাবা। এছাড়াও তার অন্যান্য সন্তানরা হলেন, শিলব্রত বড়ুয়া, সুমেধ বড়ুয়া, ঝর্না বড়ুয়া, প্রতিমা বড়ুয়া ও বিউটি বড়ুয়া মুন্নী।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩/আপডেট: ২০১১ ঘণ্টা
এসবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।