ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

মহানন্দা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, নিখোঁজ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
মহানন্দা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, নিখোঁজ ১ প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে দুই বন্ধু গোসল করতে নেমে মাহমুদ উল্লাহ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সিফাত (১০) নামে শিশু এখনও নিখোঁজ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কাজীপাড়া নতুনপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।  

মৃত শিশু মাহমুদ উল্লাহ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামের আ. রাজ্জাকের ছেলে এবং নিখোঁজ সিফাত একই এলাকার মো. হানিফের ছেলে।

খবর পেয়ে সন্ধ্যায় ফায়ার সার্ভিস কর্মীরা মাহমুদ উল্লাহর মরদেহ উদ্ধার করতে পারলেও সিফাত নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাহবুবুল ইসলাম একজনের মরদেহ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার দুপুরে দুই বন্ধু মাহমুদ উল্লাহ ও সিফাত মহানন্দা নদীর বারঘরিয়া কাজিপাড়া নতুনপাড়া ঘাট এলাকায় গোসল করতে নদীতে নামে। এ সময় মাহমুদ উল্লাহকে ডুবে যেতে দেখে সিফাত তাকে উদ্ধার করতে গিয়ে সেও ডুবে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ৫ ঘণ্টা পর মাহমুদ উল্লাহর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। তবে সিফাত এখনও নিখোঁজ রয়েছে।

তিনি আরও জানান, আইনগত ব্যবস্থা শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।