ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
সিদ্ধিরগঞ্জে ঝুটের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডে স্থানীয় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে।

সোমবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১০টায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

আগুন লাগা গোডাউনটি স্থানীয় কাউন্সিলর রুহুল আমীনের ছোট ভাই রবিন মোল্লার মালিকানাধীন বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক ফখর উদ্দিন জানান, আগুনের খবরে আমাদের আদমজী স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরে বিস্তারিত জানানো যাবে।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।