ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাসে আগুনের খবরে পুলিশ গিয়ে যা দেখল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
বাসে আগুনের খবরে পুলিশ গিয়ে যা দেখল মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিছুই পায়নি পুলিশ। সেখানে গিয়ে তারা জানতে পারেন, একটি বাস নষ্ট হয়েছিল,সেটা মেরামত করে আবার চলে গেছে।

রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা উদ্যান সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় গিয়ে আগুন লেগেছে এমন কোনো বাস দেখেনি পুলিশ।  

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ভূঁইয়া জানান, বেড়িবাঁধে একটি বাসে আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিছুই পাওয়া যায়নি। পরে আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করলে তারা জানান, একটি বাস নষ্ট হয়ে গিয়েছিল সেটি মেরামত করে আবার চলে গেছে। কোনো বাসে অগ্নিকাণ্ড ঘটেনি।

এদিন রাত পৌনে ১২টায় ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বাসে কোনো অগ্নিকাণ্ডে সংবাদ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩ 
এজেডএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।