ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

মহেশপুরে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
মহেশপুরে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিটন হোসেন (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা।  

শুক্রবার (১০ নভেম্বর) রাতে মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

নিহত লিটন ওই গ্রামের আজিজুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, প্রায় সময় ওই গ্রামের মজনু মিয়ার জমির মাসকালাই ক্ষেত তছরুপ করে প্রতিবেশী মালেক মিয়া। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে তাদের বাকবিতণ্ডা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে মজনুর সাথে মালেকের হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে তার চাচাতো ভাই লিটন এসে বাঁধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে মালেক ও তার লোকজন।  

পরে গুরুতর আহত অবস্থায় লিটনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে মালেক ও তার পরিবারের লোকজন।  

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।