ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

রামগতিতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
রামগতিতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত  প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার আলেকজান্ডার-সোনাপুর সড়কের রামদয়াল বাজার এলাকায় মোবাইল টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- রামগতি উপজেলার চর আলগী গ্রামের জামালের বাড়ির মো. সেলিমের ছেলে মো. আরিফ (১৮) ও একই বাড়ির মো. মনিরের ছেলে মো. মোমিন (২০)।

স্থানীয়রা ও পুলিশ জানায়, আরিফ ও মোমিন মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আরোহী ওই দু’জনের মৃত্যু হয়ন। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।  

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ধেকে মরদেহ দুইটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।