ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবরোধে ঢাকায় প্রতি ৬ ঘণ্টায় জ্বলেছে একটি করে বাস: ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
অবরোধে ঢাকায় প্রতি ৬ ঘণ্টায় জ্বলেছে একটি করে বাস: ফায়ার সার্ভিস ফাইল ছবি

ঢাকা: বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের ৩৮ ঘণ্টায় ১৫টি আগুনের ঘটনা ঘটেছে। এ হিসেবে রাজধানীতে প্রায় প্রতি ৬ ঘণ্টায় একটি করে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (৮ নভেম্বর) সকাল থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত এসব আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এর কর্মকর্তা তালহা বিন জসিম জানান, পরিসংখ্যানে দেখা গেছে, সারাদেশে প্রতি ৩ ঘণ্টায় একটি করে পরিবহন এবং প্রতি ৪ ঘণ্টায় একটি করে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া রাজধানীতে প্রায় প্রতি ৬ ঘণ্টায় একটি করে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সারা দেশে ১৫টি আগুনের ঘটনার মধ্যে রাজধানীর হাজারীবাগ, তাতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি, বারিধারা ও মাতুয়াইলে মোট সাতটি, গাজীপুরে তিনটি, চট্টগ্রাম বিভাগে একটি, রাজশাহী বিভাগে একটি, বরিশাল বিভাগে দুইটি এবং নোয়াখালীতে একটি ঘটনা ঘটে। এসব ঘটনায় নয়টি বাস, চারটি কাভার্ডভ্যান ও দুইটি ট্রাক পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।