ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীর সিনিয়র আইনজীবী খাজা আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
নীলফামারীর সিনিয়র আইনজীবী খাজা আর নেই রাফিউল ইসলাম খাজা

নীলফামারী: নীলফামারী জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও সৈয়দপুরের নয়াটোলার বাসিন্দা রাফিউল ইসলাম খাজা (৬৫) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার সময় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সিনিয়র ওই আইনজীবীর মৃত্যুতে নীলফামারী ও সৈয়দপুরে শোকের ছায়া নেমে এসেছে। রংপুর থেকে মরদেহ আসার পরে দাফনের সিদ্ধান্ত হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে।  

তাঁর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন নীলফামারী জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মমতাজুল হক, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।