ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

সংসদ নির্বাচন: ৩৩ কেন্দ্রের জন্য হেলিকপ্টার চান মাঠ কর্মকর্তারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
সংসদ নির্বাচন: ৩৩ কেন্দ্রের জন্য হেলিকপ্টার চান মাঠ কর্মকর্তারা

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩ কেন্দ্রে ভোটের উপকরণ পৌঁছাতে হেলিকপ্টার চায় নির্বাচন কমিশনের (ইসি) মাঠ কর্মকর্তারা।

সোমবার (০৬ নভেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সম্প্রতি পার্বত্য তিন জেলা কর্মকর্তাদের কাছে কতটি কেন্দ্রের জন্য হেলিকপ্টার প্রয়োজন, তা জানতে চেয়ে চিঠি দেয় কমিশন। পরে ওইসব জেলা থেকে ৩৩ কেন্দ্রের কথা বলা হয়। এক্ষেত্রে খাগড়াছড়ি জেলায় ৩টি, বান্দরবান জেলায় ১২টি এবং রাঙ্গামাটি জেলায় ১৮টি ভোট কেন্দ্র; মোট ৩৩ কেন্দ্রের জন্য হেলিকপ্টারের প্রয়োজন বলে জানান তারা।

এর আগেও পার্বত্য অঞ্চলের দুর্গম ভোটকেন্দ্রে যাতায়াত ও ভোটের উপকরণ পাঠাতে বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করেছে ইসি। এবারও তাই করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি মাসের প্রথমার্ধেই ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
ইইউডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।