ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

মেম্বার আনোয়ার হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে ধরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
মেম্বার আনোয়ার হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে ধরা প্রতীকী ছবি

ঢাকা: ২০০৬ সালের বহুল আলোচিত কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন পরিষদ মেম্বার আনোয়ার হোসাইনকে কুপিয়ে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীনকে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৪ অক্টোবর) হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন পরিষদ মেম্বার আনোয়ার হোসাইনকে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
এমএমআই/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।