ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়ারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
গাজীপুরে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়ারি গ্রেপ্তার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকা থেকে আট জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা জব্দ করা হয়েছে।

 

শনিবার (২১ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

গ্রেপ্তারকৃতরা হলেন- স্থানীয় বাসিন্দা সানাউল্ল্যাহ (৪৪), মো. ফয়সাল (২৩), মো. রাব্বি (২৩), আ. মান্নান (৩২), মো. মনির (৩৪), মো. শাহীন (৩২), মো. কায়েস (৩৩) ও মো. সাইফুল ইসলাম (২৫)।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে বাইমাইল এলাকায় অভিযান চালিয়ে আট জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় জুয়া খেলার ১০৪টি তাস, পাঁচ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
আরএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।