ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করে না: শিল্পমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করে না: শিল্পমন্ত্রী

নরসিংদী: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, একটি গোষ্ঠী ধর্মকে নিয়ে রাজনীতি করে, তবে আমরা ধর্ম ব্যবসায়ী না, আওয়ামী লীগ ধর্মকে নিয়ে রাজনীতি করে না। ধর্ম যার যার রাষ্ট্র সবার।

আমরা সবাই একই মাটির সন্তান। তাই প্রতিটি ধর্মের মানুষের নিজেদের উৎসব পালনে বর্তমান সরকার সদা আন্তরিক।  

শুক্রবার (২০ অক্টোবর) রাতে নরসিংদী জেলার মনোহরদী হিন্দুপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনকালে তিনি একথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সরকার। আমাদের উন্নয়নে কোনো ভেদাভেদ নেই। আমরা সব ধর্মের মানুষের জন্য মসজিদ-মাদরাসা করে দিচ্ছি। যাতে তারা সুন্দরভাবে তাদের ধর্ম পালন করতে পারেন। সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা জাঁকজমকভাবে পালন করা হচ্ছে। প্রশাসন ও পুলিশ প্রশাসন পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য দিন রাত পরিশ্রম করছে। পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগসহ সব নেতাকর্মীদের সজাগ থাকতে হবে যাতে কোনো অপশক্তি কোনো সমস্যার সৃষ্টি না করতে পারে। সবাই যেন নির্বিঘ্নে পূজা পালন করতে পারে।

এসময় উপস্থিত ছিলেন-মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজন রায়, সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সাহা, গোতাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত রবিন, মনোহরদী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের কমিশনার মাসুদ রানা, মনোহরদী হিন্দুপাড়া সার্বজনীন দুর্গা বাড়ি মন্দিরের সভাপতি শ্যামল রায়, সাধারণ সম্পাদক সুমন বর্মণ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইমন আলম, যুগ্ম আহ্বায়ক নাজমুল কবির, আহাদুল্লা মোল্লা, মনোহরদী হিন্দুপাড়া সার্বজনীন দুর্গা বাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি সাধন বর্মণ, সাধারণ সম্পাদক ঝন্টু দাসসহ প্রমুখ।

পরে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী এর মা সাহিদা আক্তার রিতার স্মরণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।