ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাইকে ফেনসিডিল নিয়ে অপেক্ষা করছিলেন ইমরান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
বাইকে ফেনসিডিল নিয়ে অপেক্ষা করছিলেন ইমরান

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ ইমরান ভূইয়া নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ।

এর আগে বুধবার (১৮ অক্টোবর) যাত্রাবাড়ীর কাজলাপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।

গোয়েন্দা উত্তরা-বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ বাংলানিউজকে জানান, গোপন তথ্যে জানা যায় এক মাদক কারবারি যাত্রাবাড়ী কাজলাপাড় এলাকার খান মটর এর সামনে ফেনসিডিল বিক্রির উদ্দেশে মটরসাইকেলসহ অবস্থান করছেন। সেখানে অভিযান পরিচালনা করে মটরসাইকেল নিয়ে পালানোর সময় ৬০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার ব্যবহৃত মটরসাইকেলটিও জব্দ করা হয়। এছাড়া তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।